Skip to main content

JDK 17 installation guide | কিভাবে উইন্ডোজ ১০ এ Java/JDK ১৭ ইন্সটল করবেন? How to install JDK 17 on windows 10?

এই ব্লগে আমরা জানবো কিভাবে উইন্ডোজ ১০ পিসি তে Java/JDK ইন্সটল করতে হয়। Java ইন্সটল করা বলতে আমরা বুঝবো JDK বা Java Development Kit ইন্সটল করাকে।


আমরা এই ব্লগে Oracle JDK এর ভার্সন ১৭ কিভাবে ইন্সটল করতে হয় সেই ধাপগুলো জানবো। 


ধাপ ১ঃ ডাউনলোড JDK ১৭
ডাউনলোড লিঙ্কঃ https://www.oracle.com/java/technologies/downloads/#java17
অথবা https://www.oracle.com/java/technologies/downloads/ এই লিঙ্ক এ গিয়েও স্ক্রল করে নিচে নেমে Java 17 choose করতে পারেন।




Available product/file গুলো থেকে x64 Installer এর .exe file টা ডাউনলোড করি। ডাউনলোড করার জন্য Oracle এ অ্যাকাউন্ট থাকতে হয়। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে অ্যাকাউন্ট create করে নিবেন। Oracle এ অ্যাকাউন্ট create করা একদম free of cost.

ধাপ ২ঃ ইন্সটল JDK ১৭
ডাউনলোড করা হয়ে গেলে .exe টাতে double click করে ইন্সটল করা শুরু করি। নিচের ছবি গুলোর মতো একটা করা উইন্ডো আপনার সামনে ওপেন হবে এবং আপনি Next button ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। সবশেষে Close button ক্লিক করে ইন্সটল করা সম্পন্ন করবেন।









ধাপ ৩ঃ Environment Variable সেটআপ
Search box এ টাইপ করি environment এবং এরপর click করি Edit the system environment variables.


System Properties নামে একটা উইন্ডো ওপেন হবে - এই উইন্ডো এর Environment Variables button এ ক্লিক করি।

এরপর Environment Variables নামে ওপেন হওয়া উইন্ডোটির System Variables অংশে New button এ ক্লিক করে একটা New Variable create করি। Variable টার নাম দিব JAVA_HOME  এবং value দিব যেই directory তে Java ইন্সটল হয়েছে। সাধারণত ইন্সটল হওয়া directory টা হয় এররকম - C:\Program Files\Java\jdk-17.0.4.1 . Reference হিসেবে নিচের ছবি দুটো লক্ষ্য করি - 




এরপর System Variables অংশে Path variable টি select করে Edit button এ ক্লিক করি। Edit Environment Variable নামে ওপেন হওয়া উইন্ডো টির New button ক্লিক করে একটি নতুন value add করি। Value টি হবে এরকম %JAVA_HOME%\bin



 

এবং এরপর সবগুলা ওপেন উইন্ডো এর OK / Apply button এ ক্লিক করে Environment Variable setup এর প্রক্রিয়াটি সম্পন্ন করি। 
এই পর্যন্ত হয়ে গেলে আমরা বলতে পারি JDK ১৭ আমাদের পিসি তে setup করা শেষ হয়েছে। এবার আমরা test করে দেখবো। Test করার জন্য search box এ cmd type করে Command Prompt বা Terminal ওপেন করি। Command Promt এ type করি java -version এবং এরপর type করি echo %JAVA_HOME% - এরপর নিচের ছবি এর সাথে command দুটোর output মিলিয়ে নিই। 





উপরের ছবি এর মতো output আপনারও আসবে যদি JDK ১৭ ইন্সটল করার সবগুলো ধাপ আপনি সঠিকভাবে সম্পন্ন করে থাকেন। আশা করি আপনি সঠিক output-ই পেয়েছেন। 

So, welcome to Java 17!!

Comments

Popular posts from this blog

কিভাবে উইন্ডোজ ১০ এ Java/JDK ৮ ইন্সটল করবেন? JDK 8 installation guide!

এই ব্লগে আমরা দেখবো কিভাবে একটি উইন্ডোজ ১০ পিসি তে Java/JDK ইন্সটল করতে হয়। Java ইন্সটল করা বলতে আমরা বুঝবো JDK বা Java Development Kit ইন্সটল করাকে। আমরা এই ব্লগে জানবো কি করে Oracle JDK এর ভার্সন ৮ ইন্সটল করতে হয়। ধাপ ১ঃ ডাউনলোড JDK ৮ ডাউনলোড লিঙ্কঃ  https://www.oracle.com/java/technologies/downloads/#java8 অথবা  https://www.oracle.com/java/technologies/downloads/  এই লিঙ্ক এ গিয়েও স্ক্রল করে নিচে নেমে Java 8 choose করতে পারেন। Available product/file গুলো থেকে x64 Installer এর .exe file টা ডাউনলোড করি (তবে আপনার পিসি যদি 32-bit অপারেটিং সিস্টেম এর হয়, সেক্ষেত্রে আপনি ডাউনলোড করবেন x86 Installer এর exe file টা-কে)। ডাউনলোড করার জন্য Oracle এ অ্যাকাউন্ট থাকতে হয়। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে অ্যাকাউন্ট create করে নিবেন। Oracle এ অ্যাকাউন্ট create করা একদম free of cost. ধাপ ২ঃ ইন্সটল JDK ৮ ডাউনলোড করা হয়ে গেলে .exe টাতে double click করে ইন্সটল করা শুরু করি। নিচের ছবি গুলোর মতো একটা করা উইন্ডো আপনার সামনে ওপেন হবে এবং আপনি Next button ক্লিক করে সামনে এগিয়ে যা...

How to create PuTTY shortcut in Windows to establish connection to Linux server? | Step by step guide is here!

PuTTY is open-source software and an SSH and telnet client for Windows. PuTTY helps to establish an SSH connection from a Windows machine to a Linux server. However it is not limited to this feature only, it has loads of other features.  This article will guide us in creating a PutTTY shortcut for windows. This is a 7-step procedure and step 6 is very important! Step 1: Download  the MSI file and install PuTTY on your Windows machine. Step 2: Go to your PuTTY folder. It is usually located in  C:\Program Files\PuTTY  or  C:\Program Files(x86)\PuTTY Fig: image_1 Step 3: Create a shortcut of putty.exe - the shortcut will be created in the desktop folder. Fig: image_2 Step 4: Navigate to your desktop folder and you will find the shortcut named  putty.exe - Shortcut Fig: image_3 Step 5: Right-click on the  putty.exe - Shortcut and then click properties - properties window will open, like the images shown below (image_4 and image_5)-    Fig...